lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
Last Updated 2024-06-27T05:36:50Z
সারাদেশ

নদীতে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু - BD Prokash

Advertisement


রবীন্দ্রনাথ সরকার রিপন :


রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটের ঘাঘট নদীতে গোসল করতে নেমে আজমাইন (১১) ও জিম (৭) নামে জ্যাঠাত-চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে ।



বুধবার (২৬ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাঘটপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



নিহত দুইজন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী। আজমাইন ৬ষ্ঠ ও জিম প্রথম শ্রেণিতে পড়তেন। আজমাইন এর পিতার নাম আনিসুল ও জিমের পিতার নাম রতন মিয়া। তাদের দুজনের বাড়ি ভুরারঘাট ঘাঘট পাড়া এলাকায়।



স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকজন মিলে ঘাঘট নদীতে দুপুরের সময় গোসল করতে নামে তারা। গোসলে নামার পর পানির শ্রোতে নদীর মধ্যখানে চলে যায় এবং এক সময় পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে বিকেলে সাড়ে ৩ টার দিকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।