Advertisement
জহিরুল ইসলাম,যশোর প্রতিনিধি
যশোরে শার্শায় সাপের ছোবলে ফোরকান হোসেন (১২) নামে এক মাদরাসা ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) আনুমানিক রাত ৯টার সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত ফোরকান হোসেন যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ফোরকান হোসেন একই উপজেলার কাশিপুর বেলতায় তার ফুপু বাড়িতে বেড়াতে যায়। সেখানে ফোরকানকে বিষধর সাপে কামড়লে, ফোরকান বিকেল ৩টার দিকে বাড়িতে ফিরে সাপ কাটার বিষয়টি তার বাবা-মাকে জানায়। এরপর তার পরিবারের স্বজনরা বিভিন্ন কবিরাজ ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ায়। এতে ফোরকানের শারীরিক অবস্থার অবনতি হলে তার স্বজনরা তাকে যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ হাসান আনুমানিক রাত ৯টার দিকে ফোরকানকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯টার দিকে ফোরকানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তার হাতের বেশ কয়েকটি স্থানে সাপে কাটার চিহ্ন পাওয়া গেছে। তবে কি ধরনের সাপে কেটেছে তা মৃতের স্বজনরা বলতে পারেনি।
তিনি আরও বলেন, সাপে কাটার পর তার স্বজনরা ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করিয়েছে। সেটা না করে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিয়ে আসা উচিত ছিলো।