Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লীতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে ভূল্লী থানার ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মামুন সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন এ সব তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে নিজ বাড়ির থেকে পাশ্বের বাড়িতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি ব্যাটারিচালিত অটোবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। অটোবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।