Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলীতে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনাকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তিন দিনব্যাপী নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুস সালাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার শুভ্রা দাস, জেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী।
কর্মশালায় নির্বাচন পরিচালনাকারী ব্যক্তিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।