lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
Last Updated 2024-06-20T12:56:22Z
আইন ও আদালত

পলাশবাড়ীতে চাল চুরির সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - BD Prokash

Advertisement


আশরাফুল ইসলাম গাইবান্ধা :


গাইবান্ধার পলাশবাড়ী সরকারি খাদ্য গুদাম থেকে ১৩১ মেট্রিক টন চাল,৬৮ মেট্রিক টন গম ও  ৩৪ হাজার ৯ শত ২৬টি খালি বস্তা চুরির সাথে জড়িত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন ছিদ্দিকীসহ এর সাথে জড়িতদের অসাধু ব্যবসায়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



পলাশবাড়ীর সাংবাদিক সমাজ এর আয়োজনে ২০ জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদুর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টর্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংবাদিক নুরুল ইসলাম,ফেরদৌস মিয়া,শহিদুল ইসলাম,রবিউল ইসলাম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পলাশবাড়ী উপজেলার সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,মতিন মোহাম্মাদসহ অন্যান্যরা।



বক্তরা বলেন,গত মাসে পলাশবাড়ী খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সিদ্দিকীকে সিলেট বিভাগে বদলী করা হলেও তিনি যখন যাচ্ছিলেন না তখন জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়,কমিটি চলতি মাসে ওই পরিমান চাল,গম ঘাটতি পাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় সাধারণ ডায়রি করেন। যা দুদকে প্রেরণ করা হয়েছে। এই চুরির ঘটনায় শুধু খাদ্য গুদাম কর্মকর্তা নয় পলাশবাড়ীর কিছু অসাধু ব্যবসায়ী জড়িত আছে,তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এবং আগামী ১৫ জুলাই ২০২৪ ইং তারিখে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও ঘেড়াও কর্মসূচী ঘোষনা করেন পলাশবাড়ী সাংবাদিক সমাজের আহবায়ক সাংবাদিক আশরাফুল ইসলাম।