lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
Last Updated 2024-06-27T05:31:51Z
আইন ও অপরাধ

শার্শায় ফেনসিডিল সহ আটক ২ - BD Prokash

Advertisement

 

বেনাপোল প্রতিনিধি :


যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি ইজিবাইক সহ মোমেনা খাতুন(৬০) ও রাকিব হোসেন(১৯)নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 



বুধবার(২৬ জুন)সকাল ১০ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজার থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।



আটককৃত মোমেনা খাতুন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট গ্রামের গাজী সৈরদ্দিন এর স্ত্রী ও রাকিব হোসেন একই গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।



পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই আবু সাঈদ, এএসআই আবেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারে মেইন রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে এক মহিলা সহ চালককে আটক করলে তাদের কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।পরে তাদের ইজিবাইকে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।



শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীদের নামে মাদকদ্রব্য আইনে মামলার দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।