lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
Last Updated 2024-06-27T11:25:14Z
আইন ও অপরাধ

মজুরী টাকা চাওয়ায় ছুরিকাঘাত - BD Prokash

Advertisement

 

বরগুনা প্রতিনিধি:


মজুরী টাকা চাওয়ায় রাজমিস্ত্রিসহ তিন জনকে প্রভাবশালী সাইদুল গাজী ও তার লোকজন ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত  রাজমিস্ত্রি মাসুম বিল্লাহ এমন অভিযোগ করেন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও শামীম তালুকদারকে সংঙ্কটজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ¯øুইজগেট বাজার এলাকায়।  



জানাগেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের মাসুম বিল্লাহ তালতলী বাজারের আরিফ রাজার ঠিকাদারী কাজ ৩৭ হাজার টাকা চুক্তিতে নেয়। ওই কাজ পাইয়ে দেন আরিফ রাজার খালাতো ভাই সাইদুল গাজী।  কিন্তু কাজ করিয়ে আরিফ রাজা ওই টাকা পরিশোধ করেনি। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ¯øুইজগেট এলাকায় মাসুম বিল্লাহ ঠিকাদার আরিফ রাজার খালাতো ভাই সাইদুলের কাছে এ টাকা চায়। এতে ক্ষুব্ধ হন তিনি। পরে সাইদুল ও তার তিন সহযোগী মাসুম বিল্লাহকে ধরে একটি দোকানের সামনে নিয়ে যায়। ওই খানে নিয়ে সাইদুল গাজী ও তার সহযোগী বেল্লাল, আরিফ ও হালিম তাকে ছুরিকাঘাত এবং মারধর করে। মাসুম বিল্লাহকে (৩৪) রক্ষায় স্থানীয় ব্যবসায়ী জাহিদুল তালুকদার (২৪) ও শামীম তালুকদার (২৭) এগিয়ে এলে তাদেরকেও বেধরক মারধর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ তানভির শাহরিয়ার গুরুতর আহত শামীম ও জাহিদুলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। অপর আহত মাসুম বিল্লাহকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।  



আহত মাসুম বিল্লাহ বলেন, তালতলী বাজারের আরিফ রাজার ঠিকাদারী কাজ তার খালাতো ভাই সাইদুলের মাধ্যমে ৩৭ হাজার টাকা চুক্তিতে নেই। কাজ করিয়ে আরিফ রাজা ওই টাকা পরিশোধ করেনি। ওই টাকা চাইতে গেলে আরিফ রাজার খালাতো ভাই সাইদুল গাজী আমাকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করে।  আমাকে রক্ষায় স্থানীয় দুই ব্যবসায়ী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি। 



এ বিষয় সাইদুল গাজী মজুরী টাকা পাওয়া ও  ছুরিকাঘাতের কথা স্বীকার করে বলেন, পুর্বে আমার সঙ্গে ওর বিরোধ ছিল। 



তালতলী থানা ওসি  মোঃ শহীদুল ইসলাম খাঁন বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।