lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ জুন, ২০২৪
Last Updated 2024-06-19T16:49:45Z
জেলার সংবাদ

কেন্দ্রীয় আ’লীগ নেতা আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠানে নেতা কর্মীদের মিলন মেলা

Advertisement


 

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস‌্য ও দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিন প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ এর আয়োজনে ঈদুল আজহা উত্তোর সর্বস্তরের নাগরিকদের পুণর্মিলনী ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।প‌বিত্র ঈদ-উল-আজহার দ্বিতীয় দিন ১৮ জুন (মঙ্গলবার) দুপুরে পটুয়াখালী অফিসার্স ক্লাবে ঈদ-উল-আজহা উত্তোর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার সর্বস্তরের নাগরিকদের পুর্নর্মিলনী এবং মধ্যাহ্ন ভোজের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে পুণর্মিলনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন  পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আলহাজ  এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাসান সিকদারসহ মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন সমূহের নেতা-কর্মী ও শত শত সাধারণ নারী-পুরুষ।

আগত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন দৈ‌নিক বাংলা‌দেশ বু‌লে‌টিন প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস‌্য  মোহাম্মদ আলী আশরাফ।