Advertisement
নিজস্ব প্রতিবেদক: সাঁথিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কাশিনাথপুর পশ্চিমপাড়া চার রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২১ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত নাজির মিয়া (৩৮) কাশিনাথপুর ইউনিয়নাধীন এদ্রাকপুর গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ি 'র ইনচার্জ এস আই আশরাফুল আলম এর নেতৃত্বে এএসআই সাগর আলীসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কাশিনাথপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ ১ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত'র বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।