lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৮ জুন, ২০২৪
Last Updated 2024-06-28T04:47:58Z
সারাদেশ

বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে শ্যামনগরে ক্ষুদ্র ব্যবসায়িদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

Advertisement


পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি


শ্যামনগরের মুন্সীগঞ্জে বে-সরকারি  উন্নয়ন সংস্থা সিসিডিবি এর কার্যালয়ে গাবুরা ইউনিয়নের বিশ জন সুবিধাভোগীদের (নারী-৭ ও পুরুষ-১৩) মধ্যে  ক্ষৃদ্র ব্যবসা পরিচালনায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পরবর্তিতে তাদের উপকরণ সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়।



২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মান প্রকল্প (স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প) এর সহযোগিতায় এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এবং তিনি উক্ত প্রশিক্ষণটি সহায়ক হিসেবে পরিচালনা করেন । আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন,  সহযোগিতা প্রদান করেন ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া, ও অন্যান্য মাঠ সংগঠক প্রমুখ।



প্রধান অতিথি বলেন, “ক্ষুদ্র ব্যাবসায়িদের দক্ষতা উন্নয়নে সিসিডিবি প্রশিক্ষণ দিয়েছে । এই প্রশিক্ষণ  জ্ঞানের মাধ্যমে তারা ক্ষুদ্র ব্যবসাকে আরও সামনে এগিয়ে নেবে। পরবর্তীতে উপকরণ সহযোগিতা তাদের ব্যবসা ক্ষেত্রে আরও উৎসাহ যোগাবে। এমন যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।



 প্রশিক্ষাণার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ পরিসরে ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের মাধ্যমে তাদের জীবন মান পরিবর্তন করতে পারবে এবং  ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিতে পারবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।