lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ জুন, ২০২৪
Last Updated 2024-06-08T05:08:26Z
আইন ও অপরাধ

সেলফির আড়ালে চলে দালালির রমরমা ব্যবসা ছাত্রলীগকে পুজি করে চলে ক্ষমতার অপব্যবহার

Advertisement


মোঃ মাসুম হোসেন অন্তু  (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক মো অনিক আহমেদ বিভিন্নজনের কাছ থেকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।



আজ শুক্রবার  (৭জুন) বিকালে ৩টার সময় মো আলিফ হোসেন নামের এক ফেসবুক আইডিতে পোস্ট করা হয়  তিনি বিভিন্ন সময় সরকারি কার্ড ও সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। অনিক আহমেদ (২১) তাড়াশ পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো জহুরুল ইসলামের ছোট ছেলে। তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক। 



অভিযোগকারীরা হলেন, তাড়াশ পৌর শহরের থানা পাড়া মহল্লার মো ফিরোজ হোসেন, মো সাগর হোসেন, খানাপাড়া মহল্লার শান্ত হোসেন, মো আলামিন হোসেন, মো নিরব আলী, মো ইকবাল হোসেন।



এ বিষয় অভিযুক্ত অনিকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 



 স্থানীয়রা জানান, বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে এলাকায় নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে জাহির করতেন মো অনিক আহমেদ। 



এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো সুলতান মাহমুদ বলেন, এই বিষয় এখনো কেউ আমাকে লিখিত অভিযোগ দেয়নি।আর দিলে আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।