Advertisement
নিজস্ব প্রতিবেদক:
শনিবার (১৫ জুন) পাবনা জেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি'র আয়োজনে এলাকার দূস্থ ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ (এমডি ও সিইও যমুনা ব্যাংক পিএলসি), প্রকৌশলী আজাহারুল ইসলাম (সাবেক মেম্বার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড), খায়রুজ্জামান কামাল (সিনিয়র স্টাফ রিপোর্টার বাংলাদেশ সংবাদ সংস্থা), কবি ও গীতিকার হুমায়ন কবির, মোঃ মনিরুল হাসান (সুজন), মোঃ আজাদুর রহমান (আজাদ) প্রমুখ।
ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সুজন, বদিউজ্জামান তোতা, মোঃতোফায়েল আহমেদ সিন্টু, মোঃ মাসুদ খান, মোঃ তারিকুল ইসলাম টুটুল, সোহেল আহমেদ জিন্নাহ, এএনএম শফিকুল করিম তনু, মোঃ সাব্বির আহমেদ সবুজ, উজ্জ্বল হোসাইন, আব্দুল কদ্দুস, শাকিল হোসেন তনু, সজীব মৃধা, মোঃ রিপন হোসেন, মোঃ সজিব উদ্দিন রাজিব।
উল্লেখ্য ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলকে নিয়ে গঠিত সামাজিক সংগঠন ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি'র পক্ষ থেকে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় কাশিনাথপুর এর আশেপাশের প্রায় ২৫ টি গ্রামের দূস্থদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।