lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ জুন, ২০২৪
Last Updated 2024-06-14T16:53:56Z
সারাদেশ

অব: নির্বাহী প্রকৌশলীর অনশন ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন-ভাতা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন-ভাতা, অবসর ভাতা পাওয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: বেলায়েত হোসেন অনশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৪ জুন শুক্রবার সকালে ঠাকুরাগঁও প্রেসক্লাব চত্বরে তাকে অনশনরত অবস্থায় দেখা যায়।  তিনি সাংবাদিকদের জানান, ১৯৮৩ সালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্ম ভিত্তিক সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়ে প্রথম গাইবান্ধার উপ-বিভাগীয প্রকৌশলী পদে যোগদান করেন। এর পর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পর ঠাকুরগাঁওয়ে হিসাব রক্ষণ কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে উচ্চতর স্কেলে বেতন ভাতা আহরণ করেন। পরবর্তিতে ৯৬ সালে হিসাব রক্ষণ কার্যালয় নিরীক্ষা কালে নিরীক্ষা দল তার উচ্চতর স্কেলে বেতন ভাতা আহরণের উপর আপত্তি উত্থাপন করে। এ অবস্থায় ২০০০ সালে তার চাকুরী রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত করা হয়। এ অবস্থায় ২০১০ সালের জুন মাসে তিনি অবসরে যান। পরবর্তিতে দীর্ঘ ১২ বছর অতিবাহিত হলেও তিনি তার বকেয়া বেতন-ভাতা ও অবসর ভাতা আহরণ করতে পারেননি। তার বয়স ৭২ বছর অতিক্রম করেছে উল্লেখ করে তিনি তার বকেয়া বেতন-ভাতা, অবসর ভাতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন।