Advertisement
মীর ইমরান-মাদারীপুর :
শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তার মানবিকতায় অসুস্থ বৃদ্ধকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে চিকিৎসা সেবা পর দিলেন থাকার ঠিকানা।
মাদারীপুরের শিবচরের পৌর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন ( ৭০ ) বছরের এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা স্থানীয়রা । বাস স্ট্যান্ডে পড়ে থাকাতে আরও অসুস্থ হয়ে পড়েন ঐ বৃদ্ধা।
এ বিষয়টি শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানতে পেরে ঐ বৃদ্ধকে পৌর বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ।পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সৌরভ রেজা শিহাবের দায়িত্বে ঐ বৃদ্ধার চিকিৎসা শুরু হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার(১ লা জুলাই ) সন্ধ্যা থেকে বাকপ্রতিবন্ধী অসুস্থ ঐ বৃদ্ধাকে পৌর বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। এরপর বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা।
শিবচর পৌর বাস স্ট্যান্ডে ঐ বৃদ্ধা কি ভাবে এলো সেই বিষয়ে কিছুই বলতে পরেনি ঐ বৃদ্ধা । এতটা অসুস্থ্য ছিলেন যে ঠিকমতো খাবারও খেতে পারছিলেন না।
এ বিষয়টি শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আবদুল আল মামুন জানতে পেরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা মাহজাবীন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাবকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মেহজাবীন জানান, অসুস্থ অবস্থায় সোমবার রাতেই ঐ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠেন। ঐ দিন বিকেলে তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়/অভ্যর্থনা কেন্দ্রে পেরুন করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাকশক্তিহীন অসুস্থ্য বৃদ্ধ লোকটিকে শিবচর পৌর বাসস্ট্যান্ডে অসুস্থ্য অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। আমরা বিষয়টি জানতে পেরে সমাজসেবা কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে বৃদ্ধা কে উদ্ধার করি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার ব্যবস্থা করানো হয়। গত তিন দিন চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় তার কোন আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি।