lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-18T06:16:20Z
সারাদেশ

রংপুর বুড়ির হাটে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল - BD Prokash

Advertisement


রংপুর প্রতিনিধিঃ


আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই,আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই"এই শ্লোগানে রংপুর মহানগর বুড়িরহাটে  কোটা বিরোধী আন্দোলনে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন কলেজ ও  বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।



বুধবার (১৭ জুলাই) দুপুর দুইটার  দিকে বুড়ির হাট ঈদগাহ মাঠের সামনে থেকে এ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বুড়িরহাট  বাজার হয়ে বুড়ির হাট হাইস্কুলের সামনে দিয়ে রংপুর -মহিপুর- গংগাচড়া  মহাসড়কে সাধারণ শিক্ষার্থীরা অবরোধ করেন। টানা ৩ ঘন্টা অবরোধ শেষে যাত্রীদের ছেড়ে দেন শিক্ষার্থীরা। এসময় প্রশাসনিক কোনো হস্তক্ষেপ দেখা যায়নি। 



মিছিলিটি রংপুর এবং  লালমনিরহাট সড়কের  রোডে অবস্থান নেয় ।এ সময় চাকুরিতে কোটা বাতিল ও দেশের বিভিন্ন স্থানে গুলিতে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের ঘটনা এবং রংপুরে বেরোবি ইংরেজি বিভাগে শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে  নিহত হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ছাব্বির হোসেনকে ২০ টি রাবার বুলেটে আহত করা সহ সকল শিক্ষার্থীদের কে যারা আহত বা নিহত করেছেন সেই অপরাধকারীদের দ্রুত গ্রেফতার  এবং  বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কোটা আন্দোলনরত শিক্ষার্থী তাওসিফ আরিয়ন বনি,আহত ঢাবি শিক্ষার্থী  সাব্বির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী।  রংপুরের  বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ।কিন্তু আন্দোলন চলাকালীন কোনো ধরনের নিরাপত্তা ছিলো না বলে যানা যায়।