Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুরে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। নিহতরা হলেন, পাবনা জেলা সদরের নাজিরপুর গ্রামের মৃত আফাই প্রমানিকের ছেলে রাজু (৩০) ও একই গ্রামের রওশন আলীর ছেলে সুমন (২৯)। এর মধ্যে রাজু পিকআপ ভ্যানের ড্রাইভার ও সুমন হেলপার ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী বলেন, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার ও হেলপার নিহত হয়। আহত হন বাসের অন্তত ৬ যাত্রী। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে মহাসড়কের পাশের থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ওই খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুত সরবারহ বন্ধ হয়ে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে বৃহম্পতিবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কের উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর মহিলা রোড তোফাজদ্দিন ফিলিং স্টেশনের সামনে ড্রাক ট্রাকচাপায় মো. মুরাদ খান (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। নিহত মুরাদ একই এলাকার উত্তর শাকপালদিয়া গ্রামের মো. মান্নান খানের ছেলে।