lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-11T04:24:04Z
সারাদেশ

রোটারী ক্লাব অব মাধবদীর কলার হস্তান্তর ও মেজর ডোনার মোশাররফ হোসেনকে সংবর্ধনা - BD Prokash

Advertisement


মুহাম্মদ মুছা মিয়া: 


নরসিংদীতে রোটারী ক্লাব অফ মাধবদী  এক বছরের জন্য কলার হস্তান্তর ও মেজর ডোনার মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাধবদী ও নরসিংদীতে একমাত্র মেজর ডোনার হিসেবে মেয়র মোশাররফ হোসেন প্রধানকে এই সংবর্ধনা দেওয়া হয়।  মাধবদীর স্থানীয় একটি রেষ্টুরেন্টে গত ৯ জুলাই মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে রোটারী ক্লাব অব মাধবদীর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ২০২৪-২৫ এক বছরের জন্য মোঃ আল আমিন রহমানকে রোটারী ক্লাব অফ মাধবদীর কলার হস্তান্তর করে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট মোহাম্মদ আল আমিন রহমান(এমপিএইচএফ), ক্লাব প্রশিক্ষক পিপি মো: রফিকুল ইসলাম(পিএইচএফ), আইপিপি আব্দুল মোমেন মোল্লা(পিএইচএফ), প্রেসিডেন্ট ইলেক্ট এ.কে.এম ফজলুল হক বাচ্চু(পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান(পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট এম এইচ বাবলু(পিএইচএফ), সেক্রেটারী আব্দুল হামিদ(পিএইচএফ), জয়েন্ট সেক্রেটারী জীবন কৃষ্ণ  সাহা(পিএইচএফ), কোষাধ্যক্ষ মো: এমদাদুল হক(পিএইচএফ), ডিরেক্টর ক্লাব সার্ভিস সিপি এনামুল হক মনির(পিএইচএফ), ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস প্রণয় সাহা(পিএইচএফ), ডিরেক্টর কমিউনিটি সার্ভিস মো: শহিদুল ইসলাম(পিএইচএফ), ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস নকুল পোদ্দোর, ডিরেক্টর ইয়োথ সার্ভিস কামরুল ইসলাম, বুলেটিন এডিটর মোক্তাদিন হোসাইন(পিএইচএফ), এসজিটি এট-আর্মস মুছা মিয়া।