Advertisement
হাজী জাহিদ
পলাশ,নরসিংদী:-উদ্বোধনের নয় মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু হয়েছে। শনিবার দুপুরে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শিল্পমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে গ্যাস সংকট নেই এবং কারখানাটি শতভাগ উৎপাদনে রয়েছে৷ গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেলে একটানা শতভাগ উৎপাদন সম্ভব। এ ছাড়া ভোলা এবং আশুগঞ্জে আরও দুটি সার কারখানা চালু করার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী। সৌদি আরবেও একটি সার কারখানা চালু করার পরিকল্পনা হচ্ছে৷ দেশে সারের কোনও ঘাটতি হবে না, কৃষকরা পর্যাপ্ত সার পাবেন৷ ঘোড়শাল পলাশ ইউরিয়া সার কারখানা টানা শতভাগ উৎপাদনে থাকতে পারলে সার আমদানি নির্ভরতা কমবে।
এর আগে, গত বছরের ১২ নভেম্বর সার কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর গ্যাস সংকটসহ নানাবিধ কারিগরি জটিলতায় শতভাগ উৎপাদনে যেতে পারেনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানাটি। কর্তৃপক্ষ বলছে, সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত উৎপাদন করা গেছে এতদিন। শতভাগ উৎপাদনে বর্তমানে দৈনিক ২৮শ মেট্রিক টন এবং বছরে ১০ লাখ মেট্রিক টন সার পাওয়া যাবে৷
এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আশরাফ খান দিলিপ, ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক সাইদুর রহমান, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষারসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।