lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৩ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-13T05:24:57Z
ধর্ম

মহেশখালীতে মাওলানা আব্দুল করিম সিকদারের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন - BD Prokash

Advertisement

 

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:


মহেশখালী পৌরসভার নিবাসী মরহুম হামজা মিয়া সিকদারের দ্বিতীয় পুত্র অর্থ্যৎ বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসার ড. আনছারুল করিম এর বড় ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম খোকন সিকদারের শ্রদ্ধেয় পিতা আলেমে দ্বীন, আলহাজ্ব মাওলানা আব্দুল করিম সিকদার জানাজা ও দাপন সম্পন্ন হয়েছে।



শুক্রবার (১২ ই জুলাই) বাদে জুমা জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা মাদ্রাসা মাঠে নামাযের জানাজা শেষে সিকদারপাড়া'স্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



জানাজা নামাজের পুর্ব সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন.. বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি, মরহুমের ছোট ভাই বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসার ড. আনছারুল করিম, মরহুমের বড় ছেলে মাওলানা রেজাউল করিম।



সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজুল উল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেন, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম খোকন সিকদারের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ছালেহ আহমদ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সলিম উল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ'সহ আলেম-ওলামা ও জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের গণ্যমান্যব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লী অংশ নেন।



পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ ই জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকাস্থ বাসায় ইন্তেকাল করেছেন! ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।