Advertisement
দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি :
স্মার্ট বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে একমাত্র স্মার্ট পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেক আগে থেকেই লাভজনক পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। একটি ল্যাপটপ আর হাইস্পিড ইন্টারনেট পুঁজি করে দুর্গম গ্রামে বসেও লাখ টাকা আয় করা সম্ভব। ঠিক তেমনি মোঃ ফারুক হোসেন হয়ে উঠেছেন একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা জামালপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে।
মোঃ ফারুক হোসেন তার বাবা মার ৫ ছেলে মেয়ের মাঝে সবার ছোট এবং একমাত্র ছেলে সন্তান।তার বাবা মা বলেন ছোট থেকেই তার নেশা ছিল মোবাইল কম্পিউটারের প্রতি।
ফারুক বিভিন্ন স্কিল অর্জন করে হয়েছেন বাংলাদেশ সরকার অনুমোদিত একজন সফল ফ্রিল্যান্সার এবং এখন তার মাসিক ইনকাম গড়ে প্রায়-২০০০$ ডলার যা বাংলাদেশি(২ লক্ষ প্লাস টাকা) ।মোঃ ফারুক হোসেন কাজ করছেন Search Engine Optimisation(SEO), Lead generation, Social media marketing হিসাবে। এবং প্রতিনিয়তই চেষ্টা করছেন নতুন কিছু শিখার।
সেই সাথে মোঃ ফারুক হোসেন বলেন, ফ্রিল্যান্সিং হচ্ছে তরুনদের জন্য একমাত্র স্মার্ট পেশা এবং ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই কোন বিষয়ের উপর স্কিল অর্জন করতে হবে পরিপূর্ণ ভাবে সেই সাথে ইংরেজিতে ও দক্ষ হতে হবে। এবং সে বলে তার লক্ষ বেকার মুক্ত সমাজ ও দেশ গড়ে তোলা ।