lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১০ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-10T12:38:07Z
সারাদেশ

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার গোলাম সবুর - BD Prokash

Advertisement


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:


টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন গোলাম সবুর।৯ জুলাই (মঙ্গলবার)যোগদান করেন তিনি। এরপর বিকালে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।



এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন গোলাম সবুর। তার জন্মস্থান নাটোরে।



সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।



কাজে স্বীকৃতি স্বরুপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন তিনি। বৈবাহিক জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।



মতবিনিময়কালে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের কর্মকর্তারাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।