lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-15T13:43:02Z
সারাদেশ

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর পড়াশোনার দ্যায়িত্ব নিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত - BD Prokash

Advertisement

 

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :


বোয়ালমারীতে শারীরিক প্রতিবন্ধী এসএসসি পাশ করা এক শিক্ষার্থীর পড়াশোনার দ্যায়িত্ব নিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক। 



১৫ জুলাই সকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জানতে পারেন শারীরিক এক প্রতিবন্ধী টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছে না। 



তিনি তাৎক্ষণিকভাবে উপজেলার রাজাপুর, মিঠাপুর গ্রামের  কৃষি শ্রমিক বকুল শরীফের ছেলে শহিদুল শরীফের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজে ভর্তির ব্যবস্থা করেন। 



শহিদুল শরীফ বলেন, দরিদ্র বাবা কৃষিকাজ করেন তাঁর পক্ষে কলেজে লেখা পড়ার খরচ চালানো অসম্ভব! ৩ ভাই বোনের সংসার চালিয়ে বাবা এত টাকা যোগাড় করতে পারছিলেন না, কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত ছিল। প্রান্ত সিদ্দিক ভাই কলেজে ভর্তি করে দিয়েছেন, পাশাপাশি পড়াশোনার খরচ চালাবেন বলেছেন এটাই আমার জন্য বড় পাওয়া। 



প্রান্ত সিদ্দিক বলেন, ইতিবাচক কাজের সঙ্গে ছাত্রলীগ আছে,থাকবে। ডানহাত দিয়ে লিখতে পারেনা অসহায় শারীরিক প্রতিবন্ধী শহিদুলের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।