Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে কল্পনা রানী সাহা নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার ওপর দূর্বত্তদের হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফটকের সামনে একর্মসূচি পালন করেন এত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ভুক্তভোগী ওই শিক্ষিকা উপজেলার পুরাতন বাজার এলাকার বিরেন সাহার স্ত্রী।
এতে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সহকারি প্রধান শিক্ষক ওসমান গনি পিপুল, কলেজের প্রভাষক কায়কোবাদ, সহকারি শিক্ষক সামসুর রহমান প্রমূখ। এসময় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তরা।
উল্লেখ্য, গত ৯ জুলাই ভোরে চুরি করতে বাড়ির প্রাচীর টপকে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে অজ্ঞাত ব্যক্তি। চোরকে দেখে ফেলায় ভুক্তভোগীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।