lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-15T14:06:25Z
সারাদেশ

সখীপুরে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দারকে বিদায় সংবর্ধনা - BD Prokash

Advertisement


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:


সখীপুরে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।  আজ ১৫ জুলাই (সোমবার)   উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।



এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।



বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদ সদস্য আনোয়ার তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক, মহিলা ভাইস চেয়ারম্যান আখি আতোয়ার, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।