lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-18T06:08:59Z
সারাদেশ

১৫ বছরের অবৈধ বিদ্যুৎ সংযোগ এ ঝড়ে গেলো একটি তাজা প্রাণ - BD Prokash

Advertisement


হাজী জাহিদ 


নরসিংদী পলাশ এর গজারিয়া ইউনিয়ন এর রামাইনন্দি গ্রামের সুরুজ মৃধার ছেলে ,জয় মৃধা(১৮) নামে এক যুবক অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।ঘটনার সরেজমিনে গেলে দেখা যায় নিহত যুবকের বাড়ির পাশেই ইকবাল ও মৃত হান্নান এর বাড়ীর চিপায় এই ঘটনা ঘটে।এলাকাবাসীর তথ্যমতে জানা যায় বিদ্যুৎ সংযোগটি গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আরিফুল হাসানের।যা গত প্রায় ১৫ বছর ধরে এই ভাবেই চলছে।নিহতের বাবা ও মায়ের সাথে কথা বলে জানা যায় গতকাল রাত ৯টায় মোবাইলে এমবি ভরার কথা বলে বাড়ি থেকে বের হয় এই বছর এসএসসি পরীক্ষায় পাশ করা জয় মৃধা।সারারাত ছেলের মোবাইলে বার বার কল দিলেও রিসিভ  হয়নি।অবশেষে আজ সকাল ১০:৩০ঘটিকায় নিহতের বাবা ছেলেকে খুঁজে না পেয়ে পলাশ থানায় জিডি করার জন্য যায়। এরই মধ্যে খবর আসে জয়কে পাওয়া গিয়েছে।খবর পেয়ে আশেপাশের মানুষ জড়ো হতে থাকে।পলাশ থানা  পুলিশ খবর পেয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু এলাকাবাসীর সন্দেহ এমন নীরব জায়গায় জয় কেন যাবে ?এমনও হতে পারে জয় কে হত্যা করে এটা একটি নাটক সাজানো হয়েছে।আরিফ মেম্বার কে না পেয়ে তার বাবা আব্দুল বাসেত বাচ্চুর সাথে কথা বললে, ওনি এই অবৈধ বিদ্যুৎ সংযোগের কথা স্বীকার করেন। অবৈধ সংযোগের বিষয়ে  নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ তালতলী সাব-জোনাল অফিস এর এজিএম কনক সারোয়ার এর মুঠোফোনে কল দিলে রিসিভ করেননি।উপস্থিত অনেকের মনেই প্রশ্ন এটা কি শুধুই দুর্ঘটনা নাকি হত্যা?