lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-03T09:58:56Z
সারাদেশ

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩য় দিনের কর্ম বিরতিতে গ্রাহক সেবায় ভোগান্তি - BD Prokash

Advertisement

 

মুহাম্মদ মুছা মিয়াঃ 


নরসিংদীর মাধবদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসে ৩য় দিনে কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতির কারণে সমিতির গ্রাহক সেবায় ভোগান্তি চরমে। কর্মবিরতির ফলে বিদ্যুৎ বিল ও জরুরী সার্ভিস ছাড়া সকল কাজ বন্ধ রয়েছে । ফলে কোনো সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সমিতির গ্রাহকগণ।



আন্দোলনকারীদের পক্ষে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটী জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল) মোঃ আব্দুল্লাহ আল হাদীসহ অনেকেই জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বন্ধ করতে হবে। স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে ইজঊই-চইঝ একীভূতকরণসহ বিভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবি জানান। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ^াস না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।



নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক মোঃ ফরহাদ জানান- আমার মিটার সকেটের জন্য অফিসে গিয়েছিলাম কিন্তু অফিসে কর্মবিরতির জন্য আমার মিটার সকেট সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে।




সমিতির গ্রাহক মোঃ মামুন জানান আমার ব্যবহার না করা মিটারে বিল পাঠিয়েছে। আমি সেই বিলটির সমস্যা সমাধানের জন্য অফিসে আসলে জানতে পারি অফিসে কর্মবিরতি চলছে। তাই কাজটি না করেই চলে যেতে হয়েছে।এছাড়াও নতুন সংযোগের জামানতের টাকা জমাসহ বিভিন্ন কাজের জন্য আসা গ্রাহকরা সেবা না পেয়ে ফিরে গেছে।



নাম প্রকাশে অনিচ্ছুক নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন কর্মবিরতির কর্মসূচী চললে-তো স্বাভাবিক কাজ ব্যহত হবেই।  তবে আমরা বিল গ্রহণ ও জরুরী সার্ভিস চালু রেখেছি।



জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী জানান আন্দোলন কেন হচ্ছে এটা যারা কর্মবিরতি পালন করছে তাদের নিকট জেনে নিন। তবে আমরা তাদের সাথে মিটিং করেছি যেখানে  গ্রাহক সেবা অব্যাহত থাকার সিদ্ধান্ত হয়।