lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১০ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-10T12:42:35Z
আইন ও অপরাধ

বেনাপোলে ২ কেজি স্বর্ণসহ যুবক আটক - BD Prokash

Advertisement


জহিরুল ইসলাম, যশোর প্রতিনিধি


ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ লিমন হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।



মঙ্গলবার (৯ জুলাই) আনুমানিক রাত ১১টার সময় বেনাপোল পোর্টথানাধীন বারপোতা-পুটখালি সড়কে অভিযান চালিয়ে স্বর্ণের বার সহ ওই যুবককে আটক করে বিজিবি।আটক লিমন হোসেন বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে।



এর আগে ৯ জুলাই একই দিন সকালে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন নামে একজনকে আটক করে বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।



২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণ চোরাকারবারিকে আটক করে। এ সময় তার কাছে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।