Advertisement
সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট)প্রতিনিধি:
কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (অনুর্ধ-১৭)গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই জুলাই(শনিবার) বিকাল ৩টা ৩০ মিনিটে কচুয়া সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন,বাঁধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব অহিদ,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা।
এছারা উপস্থিত ছিলেন মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড:পঙ্কজ কান্তি অধিকারী,একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,কচুয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম,ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক পল্লব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এদিকে মুস্তাহিদুর রহমান মুক্তা,আব্দুল রহমান,গাউসুল আজম এর খেলা পরিচালনায় উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে বাঁধাল ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে গোপালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।