Advertisement
আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি,
আজ ১৬ জুলাই মঙ্গলবার পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার১ নং চিলাহাটি ইউনিয়নের ভালউলাগঞ্জ বাজারে, ভাউলাগঞ্জ -দেবিগঞ্জ রোডে পঞ্চগড় গামী ট্রাকের চাপায় প্রাণ গেল এক নারীর।স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম শেফালী বেগম (৩৫)।নিহত শেফালী বেগম একই ইউনিয়নের মাঝিয়ালী গুচ্ছগ্রামের বাসিন্দা।জানা যায়, শেফালী বেগম মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে পঞ্চগড় গামী ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনা স্থলেই প্রাণ হারান।
জানা যায়, ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি উপস্থিত জনতা ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় ঘাতক ড্রাইভার।
ওই এলাকার স্থানীয় প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ চেয়ারম্যান পরিস্থিতি দেখে থানায় ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ এসে বিক্ষুপ্ত জনতাকে সামাল দিয়ে লাশ এবং গাড়িটিকে হেফাজতে নেয়।
স্থানীয় প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণ এর সঠিক তদন্ত এবং বিচার দাবি করে সকলেই, বর্তমানে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম ।