lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-09T13:06:40Z
সারাদেশ

বন্যা কবলিত মানুষের পাশে টিম জিয়ন - BD Prokash

Advertisement


রবীন্দ্রনাথ সরকার রিপন,রংপুর গংগাচড়া প্রতিনিধিঃ


রংপুর  গংগাচড়া  উপজেলার তিস্তা নদীর করাল গ্রাসে বন্যা কবলিত বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাবার সামগ্রী বিতরণ করেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক রিদওয়ানুল বারী জিয়ন। 



সোমবার দুপুরে গংগাচড়া উপজেলা কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়ার চড়ের বন্যায় প্লাবিত হওয়া এলাকা নৌকাতে ঘুরে ঘুরে পরিদর্শন করেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি প্রতিনিধি টিম। সেখানে প্রথম দিনের মতো বন্যায় দুর্গত ৫০০ পরিবারের মাঝে এবং শুকনো খাবার প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কর্মী জনাব শাফিয়ার রহমান স্বপন, কামরুজ্জামান কামাল, সাইদুজ্জামান নয়ন ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের টিম জিয়নের স্টাফ কর্মীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।