Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালিতে বসত বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে মোছা: তসলিমা নাসরিন (জুই) (৩৮) কে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ভুক্তভোগী নারী এ মামলাটি দায়ের করেন। .মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের মো: জিয়ারুল ইসলাম নিজ বাড়িতে স্ত্রী সহ বসবাস করে আসছিলেন। এ অবস্থায় গত ১৮ জুন মামলার আসামী মো: নুর ইসলাম (৫৫) সহ অন্যানরা বাদিনীকে সর্বশান্ত করার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় অন্তঃস্বত্তা ঐ নারীকে মারপিট ও ধারালো ছোড়া দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। আসামীরা ঐ পরিবারটিকে ভিটে-বাড়ি ছাড়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। পরে পরিবারের লোকজন ঐ নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে আসামীগণ ক্ষিপ্ত হয়ে পুনরায় বিভিন্ন ধরনের হুমকি প্রদান করলে মো: জিয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ জমা দেন। মামলায় অন্যান্য আসামীরা হলেন-- ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালি গ্রামের আকিম উদ্দীনের ছেলে মো: রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মোছা: পপি বেগম (২৮), মো: সহিম উদ্দীনের ছেলে মো: আব্দুল গফুর (৫৮), তার ছেলে মো: আল মামুন (২৪), মো: নুর ইসলামের ছেলে মো: ফাহিম মুনকার রাজ (১৮), মেয়ে মোছা: রুনা বেগম (৫৫)।