lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৩ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-13T10:38:28Z
জাতীয়

রংপুর গংগাচড়ায় তিস্তার বন্যায় ব্রীজ ভেঙে যাওয়ায় চলাচলে ভোগান্তি - BD Prokash

Advertisement


রবীন্দ্রনাথ সরকার রিপনঃ


রংপুর গংগাচড়া উপজেলায় টানা বৃষ্টি ও ভারী  বর্ষন এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় গংগাচড়া মর্নেয়া ইউনিয়ন শেখপাড়া এলাকার তিস্তার শাখা নদীর একটি ব্রীজ সৃষ্ট বন্যায় ভেঙে গেছে। এতে করে মর্ণেয়া ইউনিয়নের ৪ টি ওয়ার্ডের গংগাচড়া ও রংপুর যাতায়াতের জন্য ব্রীজের উপর গাছের গুড়ি ফেলে দেওয়া হয়েছে।স্বাভাবিক চলাচলে এলাকার মানুষের ভোগান্তি পোয়াতে হচ্ছে। ভাংগাগড়া ওয়ার্ডের  জনসাধারণের  সাথে কথা বললে তারা বলেন এই এলাকায় প্রায় ১০-১২ হাজার লোক বাস করে। আমাদের চলাচলের একটি মাত্র রাস্তা। সেটা আজ বিলীন হতে চলছে ।আমরা আর কি ভাবে চলাচল করব।শুক্রবার বিকালে সরেজমিনে দেখা যায় ব্রীজের মধ্য গাছের গুড়ি বাঁশ দেওয়ায় যাতায়াতে ঝুঁকি বেশি হচ্ছে। এতে একজন স্কুল শিক্ষার্থী ব্রীজ দিয়ে যেতে ধরলে তার পায়ে আঘাত পায়।তখন স্থানীয় জনগন ঐ ব্রীজ যাতায়াত বন্ধ করে ।বিকল্প পদ্ধতি হিসেবে নিজ উদ্যোগে নদীতে কলার গাছের নৌকা বানিয়ে চলাচল করে। এ ব্যাপারে গংগাচড়া উপজেলা পরিষদ ইউএনও জনাব নাহিদ তামান্না কে বললে তিনি বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।  খুব শীগ্রই কাজ শুরু হবে। তবে আপাততো চলাচলের জন্য গাছে গুড়ি  বা বাঁশ দিয়ে ব্রীজ করে দেওয়া হবে।