lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৮ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-08T12:11:59Z
সারাদেশ

মহেশখালীতে দুর্নীতিবিরোধী শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - BD Prokash

Advertisement


নুরুল করিম, মহেশখালী:


“দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই” প্রতিপাদ্যের আলোকে মাধ্যমিক স্কুল পর্যায়ে মহেশখালীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।



৮ ই জুলাই, (সোমবার) সকালে উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায় বিষয়ে চুড়ান্ত পর্যায়ের এই প্রতিযোগীতায় মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১ম স্থান এবং মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় ২য় স্থান অধিকার করেন। এতে তিন জন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী অদিতি দে নিশু।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা। এতে কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন. উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন।



উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ চক্রবর্তী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন.. একাডেমি সুপারভাইজার ফজলুল করিম, মহেশখালী কলেজের প্রভাষক উজ্জ্বল সরকার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, মহেশখালী কলেজের প্রভাষক জয়নশীল, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিদুল কান্তি দে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাজেশ খান্না শর্মা, সাধারণ সম্পাদক, আনোয়ার আলম'সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ইউএনও মীকি মারমা প্রতিযোগতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।



উল্লেখ্য- প্রতিযোগীতায় মহেশখালীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন.. মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী মডেল হাই স্কুল, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল, ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, শাপলাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।