lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-15T14:23:02Z
সারাদেশ

মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা বহালের দাবিতে সুনামগঞ্জে র‌্যালি মানববন্ধন - BD Prokash

Advertisement

 

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:


মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা বহালের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ অফিস থেকে র‌্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায়। পরে সেখান থেকে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর হেসেন, সাধারন সম্পাদক নোমানুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম রুবেল, সহ-সভাপতি শামীম আহমদ, বিশ্রামপুর উপজেলা সভাপতি মামুুনর রশিদ মামুন সাধারণ সম্পাদক শেখ সাদি তাহিরপুর উপজেলার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন দিরাই উপজেলা সাধারণ সম্পাদক রাহাত মিয়া শাল্লা উপজেলা সভাপতি সুধাংশু পাল প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশে কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়ে জামাত-শিবির তাদের ফায়েদা হাসিল করতে চায়। ২০১৮ সালে উচ্চ আদালত কোটা স্থগিত করার পর আমরা কিছু বলি নি। এখন আবারও উচ্চ আদালত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বহালের রায় দেওয়ায় শিক্ষার্থীদের দিয়ে কৌশলে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের চেষ্টা করানোর অপচেষ্টা হচ্ছে। অবিলম্বে মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা বহালের দাবি জানান বক্তারা।