Advertisement
পঞ্চগড় প্রতিনিধি:
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের যতন পুকুরী, গ্রামের পিতা মৃত আজিজুল হক এর পুত্র, মোঃ জালাল উদ্দিন, তার তফশীল বর্ণিত জমিতে আমন ধান রোপন করেছেন। তার বিপক্ষে বিবাদী মৃত আহাম উদ্দিন, এর পুত্র মোঃ শহিদুল ইসলাম, মৃত আমির হোসেন, এর পুত্র মোঃ মজিবর রহমান,মৃত হবিবর রহমান এর পুত্র মোঃ নুর জামাল,,উভয়ে সাং যতন পুকুরী,এরা সকলে মিলে আমার দখলীয় জমি বে দখলের চেষ্টা করার ষড়যন্ত্র করছে। অতঃপর আমি নিরুপায় হয়ে পঞ্চগড় সদর থানায় একটি জি. ডি করি। যার ডাইরী নং-১৫০, এতে করে তারা আমার ও আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে, প্রাণ নাসের হুমকি দিলে, আমি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আদালত, পঞ্চগড়ে ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭ ধারা মতে একটি মামলা আনয়ন করি। তারপরেও জবর দখলকারী, আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারা গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় আমার দখলীয় জমিতে রোপা ধান উপড়ে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে। এছাড়াও বিবাদীরা আমাকে বিভিন্নভাবে বলে আসছে গুন্ডা বাহিনী দিয়ে রোপন করা ধান তুলে ফেলে তারা নতুন করে আমার জমিতে ধান রোপণ করে জমি দখল করবে। এমন তো অবস্থায় আমি নিরুপায় হয়ে এ বিষয়ের কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
আমার জমির দিক নির্দেশনা উল্লেখ করলাম, পঞ্চগড় জেলা মৌজা ধাক্কামার,জে. এল,নং-১০, আর,এস ২৫৭, ২৫৮ নং খতিয়ান ভুক্ত আর,এস ৮০২৯ নং দাগে , ৩৫৫০ একর আর এস ৮০৩০ দাগে , ১১৬৯ একর ,আর, এস ৫৩৮৩ দাগে , ১৭৪৪ একর , আর, এস ৮৪০৮ নং দাগে , ০৮৬২ একর ,আর , এস ৮৪০৬ নং দাগে , ০৮ আমার জমি।
এ বিষয়ে বিবাদীর সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান আমি জমি পাবো তাই জমি দখল করবো।