lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-09T12:52:45Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার সহ ৬ জন গ্রেপ্তার - BD Prokash

Advertisement

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


সম্প্রতি গত ৮ জুলাই সোমবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার  উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা  সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ১০০ গ্রাম শুকনো গাঁজা, ৩৭ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৫ লিটার চোলই মদ উদ্ধার সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ভূল্লী থানা পুলিশ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ৫ নং-- বালিয়া ইউপির  কুমারপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত আনারুল ইসলাম এর মোঃ আল আমিন (৩৮),  এর বসতবাড়ির ভিতর থেকে ৬ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।



ঠাকুরগাঁও সদর থানা পুলিশ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ১২ নং-- সালন্দর ইউপির  সিংপাড়া এবং  জামুরীপাড়া গ্রামের প্রদীপ সেন এর ছেলে মিঠুন চন্দ্র সেন ( ১৯) বাতেনের মোড়ের ২০০ গজ পশ্চিমে বিন্নিকাটা পুকুরের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ১৫ (পনের) ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার  বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।  হরিপুর থানার পুলিশ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ৪ নং- ডাঙ্গীপাড়া ইউপীর ডাঙ্গীপাড়া গ্রামের  আইয়ুব আলীর ছেলে জালাল উদ্দিন পাইলট (৪৮) মোঃ মফিজ এর আমবাগানের ভিতর থেকে ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধার সহ  মাঃ জালাল উদ্দীন @ পাইলট (৪৮)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে  তার বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 



রুহিয়া থানার পুলিশ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন থানাধীন ২১ নং --ঢোলারহাট ইউপির  রুহিয়া হতে ঢোলারহাটগামী পাকা রাস্তার সুখের ব্রীজের কাছে   কাচা রাস্তা থেকে ৫ (পাঁচ) লিটার চোলাইমদ উদ্ধার সহ ধর্মপুর গ্রামের খিতেন্দ্র নাথ এর ছেলে বিধান চন্দ্র রায় (২৭), এবং আচকা (পাট) কাটুপাড়া গ্রামের আব্দুস সোবহান এর ছেলে  মোঃ সাগর (২২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।



পীরগঞ্জ থানার পুলিশ  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  পৌরসভাধীন জরিফা মঞ্জিল হতে কলেজ বাজারগামী বাইপাস পাকা রাস্তার উপর থেকে ১৬(ষোল) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো: জনি,কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে  তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।