lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-12T15:14:43Z
সারাদেশ

মহেশখালীতে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ - BD Prokash

Advertisement


নুরুল করিম, মহেশখালী:


কক্সবাজার জেলার মহেশখালীতে "সবুজে সাজাই দেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্র্যাকের উদ্যোগে ফলজ, বনজ, ঔষুধি বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হচ্ছে।



শুক্রবার (১২ ই জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। 



অনুষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্মানিত উধ্বর্তন পরিচালক অরিঞ্জয় ধর সভাপতিত্ব উপস্থিত ছিলেন.. উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এস,এম এনামুল হক, ব্র্যাকের কর্মসূচির সহযোগী পরিচালক মোঃ বেলায়েত হোসেন ও ডেপুটি কর্মসূচি প্রধান মোঃ আলাউদ্দিন চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক অজিত নন্দী।



উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে সবুজে সাজাই দেশ এই কর্মসূচির আওতায় ১০ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যে স্কুল, মাদ্রাসা, সিপিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠানে বক্তারা গাছ লাগানো ও বিতরণের পাশাপাশি সবাইকে গাছ রক্ষণাবেক্ষণ,পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও নিয়মিত গাছ লাগাতে উৎসাহ দেওয়া হয়।



উল্লেখ্য- পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখতে এই কার্যক্রমের আওতায় ব্র্যাক কর্তৃক সারা বাংলাদেশে ১০,০০,০০০ (দশ লক্ষ) রোপনের লক্ষ্যমাত্রা রয়েছে।