lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৬ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-06T13:49:04Z
আইন ও অপরাধ

আলোচিত শাকিল হত্যার মূল আসামী গ্রেফতার - BD Prokash

Advertisement


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 


পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শাকিল রানা হত্যার মূল আসামী সাইদুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঠাকুরগাঁও পৌর এলাকার  ফকিরপাড়ার শাহজামালের ছেলে বলে জানায় পুলিশ। 



শুক্রবার (০৫ জুলাই) ভোর পাঁচটার দিকে র্্যাব-১৩ এর সহযোগিতায় আটোয়ারী থানা পুলিশ তাকে ঠাকুরগাঁওয়ের নিজ বাসা থেকে গ্রেফতার করে। পরে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়। 



আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, শাকিল রানার হত্যাকান্ডের পর পুলিশ একটি ইউডি মামলা করে। হত্যার পরদিন থেকেই থানা পুলিশ কঠোর অভিযানে নামেন৷ পরে শাকিলের ফোনের কল লিষ্টের সূত্র ধরে এবং ইউডি মামলার প্রেক্ষিতে র্্যাব-১৩ এর বিশেষ টিম ঠাকুরগাঁও পৌর এলাকার নিজ বাসা থেকে সাইদুরকে আটক করে। 



শনিবার (০৬ জুলাই) নিহত শাকিলের স্ত্রী সিরাজুম মুনিরা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। শনিবার বিকালে সাইদুরকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন তিনি। 



গত ( ০৩ জুলাই) উপজেলার রাধানগর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার সুখের পুলের নিচে ডোবা থেকে রাত ১০ টার দিকে শাকিলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা৷ পরে দ্রুত তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ হুমায়ুন কবির তাকে মৃত বলে ঘোষণা করেন। শাকিল রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে। সে পেশায় একজন মহেন্দ্র ট্রাক্টর ব্যবসায়ী ছিল।