lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-11T04:29:09Z
আইন ও অপরাধ

নরসিংদী পৌরসভার ঘোষপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দোকানে হামলা, লুটপাটের অভিযোগ - BD Prokash

Advertisement

 

নরসিংদী জেলা প্রতিনিধি:


নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া মহল্লা পূর্ব শত্রুতার জের ধরে দোকানে হামলা, চেয়ার টেবিল ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট এর ঘটনা ঘটেছে৷ আজ বুধবার নরসিংদী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকার নজরুল ইসলামের ভাতের হোটেলে এ ঘটনা ঘটেছে৷



 নজরুল মিয়ার ভাতের হোটেল এর হামলার বিষয়ে, জানায়,নজরুল মিয়ার(৫৫)পিতা মৃত আব্দুল হাই সেখ,মোসাম্মদ রিনা (৪০)স্বামী নজরুল মিয়া,ছেলে নাঈম (২৫) মাহমুদা (২০) স্বামী নাঈম, অলিউল্লাহ (২০)

 


আজ বুধবার আনুমানিক দুপুর ২টার দিকে একই মহল্লার রানা (২০) অন্তর (২১) হারুন, পিতা মহারাজ রানী, স্বামী মহারাজ,রিয়া, পিতা মহারাজ। 



লাঠি সোটা নিয়ে নজরুল মিয়ার হোটেলে অতর্কিত হামলা চালায় এলোপাথাড়ি নজরুল মিয়াকে মারধর করতে থাকলে। এ খবর বাড়িতে বসলে বাড়িতে অন্যান্য লোকজন আসলে তাদেরকেও এলোপাথাড়ি আঘাত করতে থাকে।



 তাদের লাঠির আঘাতে দোকানে থাকা চেয়ার টেবিল অন্যান্য আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায়। দোকানে ক্যাশ থেকে ভেঙে ১০ হাজার টাকার মতো লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের লোকজন জানান। তাৎক্ষণিক খবর পেয়ে নরসিংদী মডেল থানা ঘটনাস্থল পরিদর্শনে গেলে, বিবাদীরা পুলিশ যাওয়ার পর দেশীয় অস্ত্র নিয়ে থানায় কোন অভিযোগ করলে তাদেরকে হত্যা করবে বলে হুমকি দেয় বলে নজরুল ইসলামের পরিবারের লোকজন জানান। 



 তারা আমাদের আয়ের একমাত্র উৎস প্রায় ধ্বংস করে দিয়েছে৷ আমি দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি৷ উক্ত বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে৷ অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করেও তাদের পাওয়া যায়নি।



নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ আমাদের প্রতিবেদনকে জানান এ বিষয়ে আমি অবগত নয় কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।