lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৭ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-17T16:20:02Z
সারাদেশ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - BD Prokash

Advertisement


সোহেল মিয়া :


কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।



বুধবার (১৭ জুলাই) দুপুরে সুানমগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বরে শিক্ষার্থীরা একত্রিত হয়। এসময় তারা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।



পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই তারা কর্মসূচি সমাপ্ত করেন।



এদিকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্র শিবির শহরে বিক্ষোভ মিছিল করে।  ছাত্রদল পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনেই সমাবেশ করেন।