Advertisement
বাঘা( রাজশাহী )প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন বাঘা মডেল প্রেস ক্লাবেরমাসিক আলোচনা সভা ও দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২ জুলাই) সকাল ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন এ রহমান ভবনের নিচতলায় প্রেস ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,দৈনিক আমাদের সময়ের বাঘা উপজেলা প্রতিনিধি শাহানুর আলম বাবু'র সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি হাবিল উদ্দিনের সঞ্চালনায় প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাঘা মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি দৈনিক আজকের খবর পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, প্রচার সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ ও তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইলিয়াস আহমেদ, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, ইনসাফ বার্তার জেলা প্রতিনিধি সানাউল কবির ও দৈনিক সুর্যোদয় পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। সকাল ১১ টায় পবিত্র আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সানাউল হক কবির। এরপর সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক আব্দুল গফুর প্রামানিক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতি বলেন, এ অঞ্চলের সংবাদ পাঠকদের আস্থা পূরণে বাঘা মডেল প্রেসক্লাবের প্রত্যেক সদস্যকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরো বেশি গতিশীল হতে হবে, আরো বেশি আন্তরিক হতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেই মানুষের হৃদয়ে ঠাঁই করে নিতে হবে। সংবাদ হতে হবে দেশ ও জাতির কল্যাণে। সাংবাদিকতা যেন কোন বিশেষ ব্যক্তি কিংবা গোত্রকে খুশি করার জন্য না হয়, সে বিষয়ে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে।
সবশেষে প্রয়াত সাংবাদিক আব্দুল গফুর প্রামানিক সহ এ উপজেলার সদ্য প্রয়াত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।