lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১০ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-10T13:59:57Z
সারাদেশ

আমতলীতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - BD Prokash

Advertisement


বরগুনা প্রতিনিধি:


বরগুনার আমতলীতে কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি  কৃষি প্রযুক্তি মেলা উলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 



 আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা  আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরগুনার অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ সিএস রেজাউল করিম, আমতলী পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো. নাজমুল আহসান নান্নু। 



উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঈসার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা যুথী, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আওয়ামিলীগ নেতা হুমায়ুন কবির হাওলাদার প্রমুখ।   আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ  উপজেলা পরিষদ  মাঠে ফসল চাষের প্রযুক্তির বারটি  স্টল পরিদর্শন করেন। মেলা উপলক্ষে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়।