lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-14T15:58:42Z
সারাদেশ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে সন্তানের আত্মহত্যা - BD Prokash

Advertisement

 

আলমগীর কবির পল্লব :


মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে সন্তানের  আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে পাবনা বেড়া উপজেলার ঢালার চর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে।



১২ ই জুলাই শুক্রবার মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবা আতিকুলের সাথে রাগারাগি হয় ছেলে মারুফের। একপর্যায়ে সে বাবার উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। 



পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ মারুফকে বেড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ১৪ই জুলাই মৃত্যুবরণ করে মারুফ ।



সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত মারুফ ঢালারচর উচ্চ বিদ্যালের ৭ম শ্রেণির শিক্ষার্থী এবং গোয়ালনগর গ্রামের মো: আতিকুল্লাহর ছেলে।



এবিষয়ে নিহত মারুফের পরিবারের লোকজনের সাথে কথা বলতে গেলে তারা জানান,  সংসারের অবস্থা  অস্বচ্ছলতার কারনে ছেলের মোটরসাইকেল কেনার টাকা দিতে পারিনি। তাছাড়া সবে মাত্র সে স্কুলে পড়ে। ওকে বলা হয়েছিল এসএসসি পাস করে কলেজে ভর্তি হলে যেভাবেই হোক  মোটরসাইকেল কিনে দেওয়া হবে ।কিন্তু সে এখনই অভিমান করে এই কাজটি করে বসেছে।



এদিকে মারুফের অকাল মৃত্যুতে পরিবার স্বজন প্রতিবেশী এবং সহপাঠীদের মধ্যে ব্যাপক  সব বিরাজ করছে।