lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-16T12:37:51Z
ধর্ম

নগরবাড়ী মুহাররামের শোক মিছিল অনুষ্ঠিত - BD Prokash

Advertisement


মীর শাহাদাৎ হোসাইন :


পাবনা নগরবাড়ীর সাতবিবির মসজিদ পাক ও কাদেরিয়া খানকাহ শরীফের উদ্যোগে ১০ই মুহাররাম মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাতী সাইয়েদুশ শুহাদা শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন (আঃ) এবং কারবালার সকল শহীদদের স্বরণে শোক মিছিল ও পথযাত্রা পালিত হয়। মিছিল টি নাটিয়াবাড়ী মোড় হয়ে রঘুনাথপুর সাত বিবির মসজিদ পাক পর্যন্ত আসে। এবং সেখানে খাস আমিনপুর আঞ্জুমান-ই- কাদেরীয়া খানকাহ শরীফের কমিটির উপস্থিতিতে মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদেরী, মাওলানা মোঃ আব্দুল মালেক ক্বাদেরী ও হাফেজ মাওঃ গোলাম দোস্তগীর সাহেব বক্তব্য রাখেন, তারপর হাফেজ গোলাম হাসান সাহেব মোনাজাত করেন ৷



প্রতি বছর এই ৯ই মুহাররাম শোক মিছিল পাক পরিচালিত হয়। মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়া'সুব আলী আল কাদেরী আল বাগদাদী মাদ্দাজিল্লাহুল আলীর হুকুম মোতাবেক ।



সাত বিবির মসজিদ পাক ও কাদেরিয়া খানকাহ শরীফ। রঘুনাথপুর, নগরবাড়ী, পাবনা।