lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-14T11:10:46Z
আইন ও আদালত

পোরশার সারাইগাছি মোড়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ১৪০০০টাকা - BD Prokash

Advertisement

 

ইসমাইল হোসেন পোরসা (নওগাঁ) প্রতিনিধিঃ


বিধি বহির্ভূত বেসরকারি ক্লিনিক, ভোক্তা অধিকার সংরক্ষণ, মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ি চালানোর দায়ে দোষীদের জরিমানা করা হয়েছে। 



গতকাল  বিকাল ৫টায় পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান এ আদালত পরিচালনা করেন। 



ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯, সড়ক পরিবহন আইন ২০১৮ ও মেডিকেল প্রাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ মোতাবেক এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 



সে অনুযায়ী বিভিন্ন রাস্তায় ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি জব্দ করেন, বিভিন্ন ফার্মেসিতে ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য অনুসন্ধান করেন পরে সারাইগাছি মোড়ে অবস্থিত ইসলামী ল্যাব মদিনা ল্যাব হাসিব ল্যাব পরিদর্শন করেন। 



আইনি শর্ত পূরণ না থাকায় তাদের কাছ থেকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমান  আদায় করেন গ্রাম্যমান আদালত।



উপজেলা নির্বাহী অফিসার দুইজন পুলিশ একজন আনসার ও মোঃ আনোয়ার হোসেন প্রশাসনিক কর্মকর্তা সহ এ আদালত পরিচালিত হয়।