lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-07T12:47:22Z
অনিয়ম - দুর্নীতি

পোরশা মেদা আলিম মাদ্রাসায় ২৪লক্ষ টাকায় চলছে দপ্তরী নিয়োগ বাণিজ্য - BD Prokash

Advertisement

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 


দপ্তরি ও নৈশ প্রহরী নিয়োগে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে ২৪ লক্ষ টাকার অভিযোগ উঠেছে।আজ গতকাল মেদা হযরত আয়েশা সিদ্দিকা (র)আলিম মাদ্রাসার সভাপতি মাহাতাব উদ্দিন শাহ্ ও অধ্যক্ষ  ময়নুল ইসলামের বিরুদ্ধে ২৪ লক্ষ টাকার বিনিময়ে দপ্তরি ও নৈশ প্রহরী নিয়োগের অভিযোগ উঠেছে। 



সূত্রমতে জানা যায়, তারা দুই প্রার্থীর কাছ থেকে মোট ২৪ লক্ষ টাকা নিয়ে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেছেন ঐ অধ্যক্ষ। প্রেক্ষিতে অধ্যক্ষর সাথে মোবাইলে  যোগাযোগ করলে ব্যস্ত আছি পরে কথা বলবো এবং সাংবাদিক পরিচয় দেওয়ায় ফোন কেটে দেন বারবার চেষ্টা করেও তাকে ফোনে আর পাওয়া যায়নি।গ্রামবাসী বলেন এ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হচ্ছে দপ্তরি। 



এ ব্যাপারে পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকারকে নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে কিনা জানতে চাইলে বলেন মোবাইল ফোনে আমি কোন বক্তব্য প্রদান করি না দুঃখিত। 



সূত্র আরো জানায় তড়িঘড়ি করে এই নিয়োগ বোর্ড নিয়োগ দিয়েই সেখান থেকে শটকে পড়েন বোর্ডের সদস্যরা। 


মেদা গ্রামের জনগণ অধ্যক্ষ ও সভাপতি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে অশালীন কথাবার্তা বলছেন।