lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-01T17:46:02Z
আইন শৃঙ্খলা

ওসি মাসুদ রানা'র নেতৃত্বে গাইবান্ধা সদরের আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি - BD Prokash

Advertisement

 

আশরাফুল ইসলাম গাইবান্ধা :


গাইবান্ধা জেলা সদরের থানা এলাকা বিগত সময়ের চাইতে বর্তমান সময়ে আইন শৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনায় সদর থানা এলাকায় কমিউনিটি পুলিশিং,বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করে জনসচেনতা বৃদ্ধিতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় স্থানীয় জনসাধারণের প্রশাংসায় ভাসছেন সদর থানার অফিসার ইনর্চাজ ওসি মাসুদ রানা। 



সদর থানা এলাকায় বিগত সময়ের চাইতে বর্তমানে মাদক,জুয়া,ধর্ষন,ইভটিজিং, চুরি, ছিনতাই, পকেটমার, মলম বা অজ্ঞান পার্টির দৌড়াত্ব কমে গিয়েছে। এছাড়া পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ কোলহ অনেক অংশে যেমন হ্রাস পেয়েছে। তেমনি রক্তপাত ও প্রানহানির ঘটনা কমে গিয়েছে। পারিবারিক ও সামাজিক দ্বন্দ গুলো বাদী বিবাদির সম্মততি আপোষ মিমাংসা করে মামলার জট কমে গিয়েছে। থানায় ডিউটি অফিসারের পাশাপাশি ২৪ ঘন্টা নারী ও শিশু সেবা ডেক্সে নারী পুলিশ রেখে সেবা দেওয়া হয়।



থানা পুলিশের নিয়মিত টহল জোড়দার ও সদর উপজেলার চিহৃিন্ত এলাকা গুলোতে পুলিশ অবস্থান নেওয়ায় সড়ক মহাসড়কে যানজট ও র্দূঘটনা কমে গিয়েছে। তেমনি থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন চিহৃিন্ত অপরাধিরা। এতে আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি হওয়ায় জনসাধারণের মাঝে ব্যাপক স্বস্তি ফিরেছে। 



থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা জানান, পুলিশ সুপার মহোদ্বয়ের দিক নির্দেশনায় আইন  শৃংখলা রক্ষায় থানা পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। সকলের সহযোগীতায় অপরাধ ও মামলা জট কমানো সম্ভব হয়েছে।