lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-12T07:29:43Z
ব্রেকিং নিউজ

এবার নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী বাণিজ্যের অভিযোগ

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:-

পাবনায় নারী রোগীকে চেকআপের সময় যৌন হয়রানির অভিযোগে আটক নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও মালিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।


রবিবার  (৭ জুলাই) দুপুরে পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এবার আলোচিত নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিউ মেডিপ্যাথ এর মালিকগণ শহর ও গ্রামের বিভিন্ন ওষুধ দোকানদার  ও সদর হাসপাতালে অস্থায়ীভাবে কর্মরত ওয়ার্ড বয়, আয়া ও দালালের মাধ্যমে রোগীদের প্রভাবিত করে তাদের ক্লিনিকে রোগী বৃদ্ধির অপচেষ্টায় নিয়োজিত। যেকোন ওষুধ দোকানী সদর হাসপাতালের আয়া ওয়াড বয় দালাল কোন রোগী পাঠালেই তাদেরকে দেওয়া হয় মোটা অঙ্কের অর্থ। রোগী নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে ঢুকলেই রোগীদের দেওয়া হয় নানান প্যাথলজিক্যাল টেস্ট। বেশিরভাগ প্যাথলজিকাল টেস্ট রোগীর প্রয়োজন হয় না তবুও দেওয়া হয় নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে। টেস্টের ভিত্তিতে ভিন্ন শ্রেণির রোগী প্রেরণকারীকে দেওয়া কমিশিনভিত্তিক মোটা অঙ্কের অর্থ। এভাবে দিনের পর দিন অসহায় রোগীদের ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।


নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের রয়েছে বিভিন্ন শ্রেণির মালিকগন যারা অতিতে বিভিন্ন ক্লিনিকে রোগী সাপ্লায়ার হিসাবে কাজ করে অসাধু সিন্ডিকেট তৈরী এসেছে।


এ বিষয়ে ক্লিনিক মালিকদের সংগঠনের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, তারা অতীত জীবন থেকেই রোগী বাণিজ্যর সাথে জড়িত। তাদের ক্লিনিকের মালিক অনেক। তারা এগুলো করেই জীবন অতিবাহিত করে।


এ বিষয়ে সভিল সার্জন ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, ক্লিনিকটির বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।