Advertisement
সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট)প্রতিনিধি:
কচুয়ায় উপকূলীয় এলাকায় মহিলা গ্রুপ নেতৃত্বধীন কৃষি প্রোগ্রাম ওরিয়েন্টেশন মিটিং কর্মসূচী বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জুলাই(মঙ্গলবার) সকাল ১১টায় কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা বাদাবন সংঘের আয়োজন কচুয়া উপজেলা প্রোগ্রাম ম্যানেজার লায়লা খাতুনের সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন,কচুয়া থানা (তদন্ত অফিসার)দেবাশীষ কুমার,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ,মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী,জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রায়হান হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান,প্রোগ্রাম অফিসার মোঃ আহসান,সেন্টার ম্যানেজার নাজমা আক্তার,প্রোগ্রাম অর্গানাইজার সুমা আক্তার,এ্যাকাউন্টস এসোসিয়েট আসমা-উল -হুসনা সহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
এদিন কচুয়ায় উপকূলীয় এলাকায় মহিলা গ্রুপ নেতৃত্বধীন কৃষি প্রোগ্রাম ওরিয়েন্টেশন মিটিং কর্মসূচী ও অবহিতকরণ সভায় কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাদাবন সংঘের আওতায় মহিলাদের কৃষি বিষয় সহ কম্পোজ ও জৈব সার ব্যাবহারে সঠিকভাবে বাজারজাত করণ সম্পর্কে অবহিত করা হয়েছে।