Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আনোয়ার দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে জখম কারী ঘাতক মনির সিকদার কে কারাগারে প্রেরণ করেছে জেলা আদালত।
১৫ জুলাই (সোমবার) বিকেলে টাঙ্গাইল জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৪নং আদালতে ০১ নং আসামী মনির সিকদার আত্মসমর্পণ করতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে বিজ্ঞ আদালত।এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন এ রায় ঘোষণা করেন।
উল্লেখ,গত৮/৬/২০২৪ তারিখে ঘাতক মনির সিকদার হত্যার উদ্দেশ্য রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামের মৃত সবুর দেওয়ানের ছেলে ডিএম. আনোয়ার দেওয়ানকে।অতর্কিত হামলার শিকার ভুক্তভোগী আনোয়ার দেওয়ান চিকিৎসাধীন অবস্থায়, ঘটনার ২ দিন পর নিজে বাদী হয়ে গত ১০/৬/২০২৪ তারিখে সখীপুর থানায় মনির সিকদারসহ ৯ জনের বিরুদ্ধে ১৪৩,৩৪১,৩২৩,৩২৬,৩০৭,৩৭৯,৫০৬ ও ১১৪ ধারায় মামলা করেন তিনি।
জানা যায়,০১ নং আসামী মনির সিকদার একই গ্রামের মৃত সামাদ সিকদার এর ছেলে।বাকি ৭ আসামী,পর্যায়ক্রমে ০২ নং আসামী শাহীন সিকদার,পিতা মৃত সামাদ সিকদার, ০৩ নং আসামী আমিনুল সিকদার,পিতা মৃত সামাদ সিকদার,০৫ নং আসামী মরিয়ম বেগম, স্বামী মৃত সামাদ সিকদার,০৬ নং আসামী আমেনা বেগম,স্বামী শাহীন সিকদার, ০৭ নং আসামী স্বর্না আক্তার,স্বামী লাল মিয়া,০৮নং আসামী আর্জিনা বেগম,স্বামী মনির সিকদার,০৯ নং আসামী আমিনা বেগম,স্বামী আমিনুল সিকদার তারা সবাই আগাম জামিনে রয়েছেন।
এছাড়াও ৪নং (হুকুমের আসামী) লাল মিয়া,পিতা মৃত সামাদ সিকদার আত্মগোপন করে পলাতক রয়েছেন বলে জানাযায়।
এবিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জজ কোর্ট এর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমরুল ইসলাম ওমর বলেন,০১ নং আসামী মনির সিকদার, পিতা মৃত সামাদ সিকদার ৪নং আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে বিজ্ঞ আদালত।